শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

পাচার আইন প্রয়োগে সমস্যা হলে সংশোধনীর সুপারিশ করতে হবে

-বিচারপতি মোহাম্মদ ইমান আলী

নিজস্ব প্রতিবেদক

মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ধারা প্রয়োগে সমস্যার সৃষ্টি হলে প্রয়োজনীয় সংশোধনীর সুপারিশ করতে হবে। প্রয়োজনে বেসরকারি সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মোহাম্মদ ইমান আলী এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস-২০২১ উপলক্ষে গত বৃহস্পতিবার এক রিজিওনাল ওয়েবিনারের আয়োজন করে। সেই আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। মহিলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সালমা আলী এতে সভাপতিত্ব করেন।  

সালমা আলী তার বক্তব্যে বলেন, ভুক্তভোগীদের উদ্ধার থেকে পুনর্বাসন পর্যন্ত ভুক্তভোগীকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন এবং এ সংক্রান্ত নিয়মিত মনিটরিং ও ফলো-আপ নিশ্চিত করতে হবে।

সভায় আলোচকরা পাচার নিরোধ, পাচারকৃতদের উদ্ধার ও পুনর্বাসনে তাদের দীর্ঘ পথচলা ও সংগ্রামের ইতিহাস তুলে ধরেন। এতে ভারত, নেপাল এবং বাংলাদেশের মানব পাচার থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা তাদের জীবনে ঘটে যাওয়া বিভীষিকাময় দুঃসহ স্মৃতি এবং পরিবার ও সমাজের পুনঃসংহতকরণ, আইনি সহায়তা, ক্ষতিপূরণ ও পরিষেবাপ্রাপ্তির প্রতিবন্ধকতা তুলে ধরেন।

সর্বশেষ খবর