বুধবার, ৪ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সঙ্গে যুদ্ধ চলছে : চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম  চৌধুরী বলেছেন, ‘আমাদের এখন করোনা, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার সঙ্গে যুদ্ধ চলছে। তিন শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেই চলতে হচ্ছে। এরই মধ্যে ঢাকায় ব্যাপক আকার ধারণ করেছে। চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধ করতে না পারলে ভয়ানক আকার ধারণ করতে পারে। গতকাল চসিকের সম্মেলন কক্ষে মশার ওষুধের কার্যকারিতা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গবেষক দলের প্রতিবেদন হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার। গবেষক দলের সদস্য, কাউন্সিলর ও চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  সিটি মেয়র বলেন, আজ বুধবার থেকে মশকনিধনে ক্রাশ প্রোগ্রাম শুরু হবে। ইতিমধ্যে দেড় হাজার ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে। তারা ঘরে ঘরে গিয়ে অসচেতন জনগণকে সচেতন করবে। যারা ছাদবাগান করেছে সেখানে টবে পানি জমে আছে, পরিষ্কার করছে না। আমাদের ভলান্টিয়ার ওই পানি ফেলে দেবেন।

তারা বার্তা দেবে- স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মে। মাইকিং, লিফলেট, স্বেচ্ছাসেবীর কাজ চলছে।  চবির গবেষণা প্রসঙ্গে মেয়র বলেন, ফগার মেশিন দিয়ে এত ওষুধ ছিটানোর পর চট্টগ্রামের নাগরিকরা বলেন, মশার কামড়ে অতিষ্ঠ। এরপর চিন্তা করলাম ওষুধের কার্যকারিতা নির্ণয়ের। চবি উপাচার্যকে অনুরোধ জানাই, মশার ওষুধ নিয়ে গবেষণার জন্য। আজ সেই কাজের প্রতিবেদন সবার সামনে উপস্থাপিত হলো। মেয়র বলেন, এখন আমরা আশ্বস্ত হতে পেরেছি কোনো ওষুধ ব্যবহার করলে মশা মারতে পারব। আজ একটি যুগান্তকারী দিন। আমরা একটু স্বস্তি পাচ্ছি- গবেষক দল দিকনির্দেশনা দিয়েছেন। পথ দেখিয়েছেন মশকনিধন ও ওষুধের কার্যকারিতার বিষয়ে সম্পূর্ণ ধারণা দিয়েছেন। তিনি বলেন, একটি স্প্রে মেশিনের চেয়ে ১০০ গুণ বেশি দাম ফগার মেশিনের। এ মেশিনের পরিবর্তে যে স্প্রে মেশিন ব্যবহার করতাম তা নিয়ে এগিয়ে গেলে অনেক বেশি সুফল পাব। লার্ভিসাইড এডাল্টিসাইড মেশিন দিয়ে ওষুধ স্প্রে করলে বেশি সুফল পাব।

সর্বশেষ খবর