বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ধরলা নদীতে বড়শিতে ১৮ কেজির কাতলা শিকার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে ধরলা নদীতে বড়শি ফেলে ১৮ কেজি ওজনের একটি কাতলা মাছ শিকার করেছেন স্থানীয় তিন যুবক। জেলার সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কদমতলা এলাকায় ধরলা নদী থেকে ওই যুবকরা মাছটি শিকার করেন। প্রতিদিনের মতো ওই যুবকরা নদীতে বড়শি ফেললে ১৮ কেজি ওজনের একটি কাতলা মাছ তাতে ধরা পড়ে। গতকাল দুপুরে মাছটি নদী থেকে তুলে আনেন। নদী পাড়ের মানুষজন জানান, কদমতলা গ্রামের মামুনুর রশীদ, মাসুদ রানা ও আতিকুর নামের তিন যুবক শখের বশে ধরলা নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে যান। নদীতে বড়শি ফেলে তাদের অপেক্ষার একসময় বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়ে। এ মাছটির ওজন প্রায় ১৮ কেজি বলে জানা যায়। বড়শিতে মাছটি ধরার পর তারা এত বেশি ওজনের কাতলা মাছ শুকনো স্থানে তুলতে পারছিলেন না। প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর মাছটি নদী থেকে শুকনো স্থানে তুলে আনতে সক্ষম হন তারা।

পরে বিশাল আকারের কাতলা মাছটি দেখতে আসেন অনেক মানুষ। সেই সঙ্গে ওই মাছটি স্থানীয়রা প্রতি কেজি ১ হাজার টাকা করে কিনে নেন। যুবকদের মধ্যে আতিকুর জানান, আমরা প্রতি বছরই বড়শি দিয়ে ধরলা নদীতে মাছ ধরি। বিভিন্ন মাছ নদীতে বড়শিতে পেলেও এত বড় মাছ কখনো শিকার করতে পারিনি। এবার কাতলা মাছটি পাওয়ার পর আমরা খুবই খুশি হয়েছি। আমাদের এলাকার লোকজন মাছটি ১ হাজার টাকা কেজি দরে কিনে নিয়েছেন। কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ধরলা নদীতে সাধারণত এত বড় কাতলা মাছ পাওয়া যায় না। তবে এ জেলার ওপর দিয়ে প্রবাহিত তিস্তা ও ব্রহ্মপুত্র নদে মাঝেমধ্যে এর চেয়েও বড় মাছ ধরা পড়ছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর