শিরোনাম
বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

দেড় কিলোমিটার হেঁটে চাচাকে মাথায় করে হাসপাতালে

কুমিল্লা প্রতিনিধি

দেড় কিলোমিটার হেঁটে চাচাকে মাথায় করে হাসপাতালে নিলেন ভাতিজা। ঘটনাটি কুমিল্লার মুরাদনগর উপজেলার।

আবদুল জলিল। বয়স ৭৫। শরীরেও বাসা বেঁধেছে নানা রোগ। রাস্তার বেহাল দশা হওয়ায় চিকিৎসকের কাছেও নিতে পারছেন না স্বজনরা। তাই দেড় কিলোমিটার হেঁটে চাচা আবদুল জলিলকে মাথায় করে হাসপাতালে নিলেন ভাতিজা জয়নাল আবেদীন। রাস্তাটি শুধু আবদুল জলিলের কাছেই নয়, চার গ্রামের মানুষের ভোগান্তির কারণ। এ রাস্তাটি কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের। গতকাল সকাল ১০টায় আবদুল জলিলের শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর চাচাকে মাথায় করে হাসপাতালে নিয়ে যান ভাতিজা জয়নাল। আগে যে রাস্তাটি দিয়ে তিন চাকার গাড়ি চলত সেখানে এখন বড় বড় গর্ত। তাই যান চলাচল বন্ধ। পরমতলা পশ্চিমপাড়া হাজীবাড়ি থেকে লক্ষ্মীপুর চরখখোলা হয়ে দারোরা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার রাস্তাটি ৯ হাজার মানুষের একমাত্র চলার পথ। বর্তমানে রাস্তাটির বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত হওয়ায় হেঁটে যেতেও দুর্ভোগে পড়তে হয় স্থানীয়দের। বৃদ্ধ ও গর্ভবতী মায়েদের চিকিৎসার প্রয়োজন হলে বাড়তি বিড়ম্বনায় পড়েন স্বজনরা। মুগসাইর গ্রামের আবদুস ছালাম মাস্টার বলেন, গর্ভবতী মায়েদের এবং বয়স্ক কেউ অসুস্থ হয়ে পড়লে স্বজনদের ঘুম হারাম হয়ে যায়। মসজিদের খাটিয়ায় করে এই দুর্ভোগের রাস্তা পাড়ি দিতে হয়। যাদের পরিবারে সদস্য সংখ্যা কম, তাদের বেশি ভোগান্তিতে       পড়তে হয়।

কারণ লোক ভাড়া করে চিকিৎসার জন্য স্বজনদের হাসপাতালে নিতে হয়। পরমতলা গ্রামের অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ৪ কিলোমিটার এ রাস্তাটি দিয়ে পরমতলা, লক্ষ্মীপুর, মুগসাইর ও দারোরা গ্রামের কয়েক শ শিক্ষার্থীসহ প্রায় ৯ হাজার লোক দুর্ভোগ সহ্য করে চলাচল করে। রাস্তাটি পাকা করা হলে শিক্ষার্থীসহ সব ধরনের মানুষের ভোগান্তি লাঘব হবে। আমরা একাধিকবার মেরামত করলেও সামান্য বৃষ্টিতেই রাস্তাটি আবার আগের মতো হয়ে যায়। মুরাদনগর উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, এ রাস্তাটি বৃহত্তর কুমিল্লা উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাস্তাটি দ্রুত বাস্তবায়ন করার কাজ এগিয়ে চলছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর