বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনা ও ডেঙ্গু আক্রান্ত হয়ে বাকৃবি অধ্যাপকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

করোনাভাইরাস ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অধ্যাপক ড. আজহারুল হক (৫৩)। তিনি পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রক্টর ছিলেন। বাকৃবি ক্যাম্পাসে গতকাল সকাল ৯টায় তার জানাজা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার রাত ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। জানা যায়, ড. আজহারুল হক একই সঙ্গে করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৮ জুলাই সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেলে ভর্তি হয়েছিলেন। পরদিন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর