শনিবার, ৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০১৩ জনকে দাফন করেছে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে দলের স্বেচ্ছাসেবী কর্মীরা সারা দেশে করোনায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করা ১ হাজার ১৩ জনকে গোসল ও দাফন-কাফন সম্পন্ন করেছে। এ ছাড়া ফ্রি অক্সিজেন বিতরণ, মাস্ক বিতরণ, রক্ত প্রদান সেবা ও খাদ্য বিতরণের মতো কাজ নিরলসভাবে চালিয়ে যাচ্ছে। সংগঠনের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঠাকুরগাঁও জেলায় করোনায় মৃত ২৫৫ জনকে ও চাঁদপুর জেলায় ২১৩ জনের লাশ গোসল ও দাফন-কাফন কার্যক্রম পরিচালনা করেছে। বরিশালে চরমোনাই ভলান্টিয়ার সার্ভিস ২৫০ জনের মতো মানুষকে ফ্রি অক্সিজেন বিতরণ করেছে। একই জেলায় করোনায় মৃত ১৭৯ জনকে গোসল ও দাফন-কাফন সম্পন্ন করা হয়েছে। ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থাও করা হচ্ছে। খুলনা মহানগরে করোনায় মৃত ৯০ জনকে গোসল, দাফন-কাফন করা হয়েছে। অক্সিজেন দিয়েছে তিন শতাধিক লোককে, আমাদের রক্ত সেবা চালু রেখে ৫০ জন ব্যক্তিকে রক্ত দেওয়া হয়েছে, ৬ শতাধিক কর্মক্ষম অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকা জেলা দক্ষিণের আওতাধীন দোহার থানায় এখন পর্যন্ত করোনায় মৃত ৩৮ জনকে দাফন-কাফন করা হয়েছে। বাগেরহাটে করোনায় আক্রান্ত হয়ে মৃত ১০ জন, নোয়াখালীর বেগমগঞ্জে ৪০ জন, কুমিল্লা জেলা দক্ষিণে ৬৭ জন, যশোর জেলায় ২৫ জন, সিলেট জেলায় ১৪ জন, পটুয়াখালী জেলায় ২১ জন, বগুড়া জেলায় ৪ জন, পিরোজপুর জেলায় ১ জন, চট্টগ্রামের মিরসরাইয়ে ১১ জন, সিরাজগঞ্জে ৮ জন, গোপালগঞ্জে ৪৫ জন, ঝিনাইদহে ১ জন, চুয়াডাঙ্গায় ৮ জন, কুষ্টিয়ায় ১৫ জন, চট্টগ্রাম মহানগরে ২৩ জন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় মৃত ৫ জনের দাফন-কাফন সম্পন্ন করা হয়েছে।

সর্বশেষ খবর