সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কলকাতায় বঙ্গমাতার জন্মবার্ষিকী উদযাপন

কলকাতা প্রতিনিধি

ভাবগম্ভীর পরিবেশে গতকাল কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচি অনুযায়ী উপ-হাইকমিশনের গ্যালারিতে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, তথ্যচিত্র প্রদর্শন, বাণী পাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। 

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন উপ-হাইকমিশনের কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম ও কাউন্সিলর (কনস্যুলার) বশির উদ্দিন। উপ-হাইকমিশনার তৌফিক হাসানের সভাপতিত্বে আলোচনা করেন কলকাতার প্রখ্যাত সাংবাদিক অমল সরকার, উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) ড. মো. মোফাকখারুল ইকবাল, প্রথম সচিব (রাজনৈতিক-১) শামীমা ইয়াসমীন স্মৃতি, প্রথম সচিব (রাজনৈতিক-২) সানজিদা জেসমিন। অনুষ্ঠানে উপ-হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী ও কলকাতার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর