সোমবার, ৯ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ইমেরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরীর ইন্তেকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ইমেরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরীর ইন্তেকাল

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, একুশে পদকপ্রাপ্ত গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা ইমেরিটাস অধ্যাপক ড. নাজমা চৌধুরী ইন্তেকাল (৭৯) করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি সিলেটে জন্ম নেন অধ্যাপক ড. নাজমা চৌধুরী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করার পর ১৯৬৩ সালে সেখানেই কর্মজীবন শুরু করেন। পরে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন।  নাজমা চৌধুরী ১৯৯৬ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০০ সালে প্রতিষ্ঠা করেন উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ। অবসরের পর ওই বিভাগের ইমেরেটাস অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। ২০০৮ সালে একুশে পদকে ভূষিত হন ড. নাজমা চৌধুরী। অধ্যাপক ড. নাজমা চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উপাচার্য বলেন, অধ্যাপক ড. নাজমা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ প্রতিষ্ঠায় এবং দেশের নারী শিক্ষা ও নারী অধিকার আদায়ে অনন্য অবদান রেখেছেন।

উপাচার্য তার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সর্বশেষ খবর