শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বাংলাদেশে প্রথমবার ভ্যাট দিল অ্যামাজন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে প্রথমবারের মতো প্রায় ৫৩ লাখ টাকা মূল্য সংযোজন কর-মূসক বা ভ্যাট জমা দিয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো মাসিক রিটার্ন জমা দিয়ে সরকারি কোষাগারে ভ্যাট জমা দিয়েছে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এই তথ্য জানিয়ে ঢাকা দক্ষিণের ভ্যাট কমিশনার এস এম হুমায়ূন কবির বলেন, বৃহস্পতিবার (গতকাল) সোনালী ব্যাংকের মাধ্যমে ৫২ লাখ ৯৭ হাজার ৭৮০ টাকা ভ্যাটের টাকা জমা দিয়েছে অ্যামাজন ওয়েব সার্ভিসেস ইনকরপোরেশন।

সর্বশেষ খবর