সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

জাতির পিতার প্রতিকৃতিতে প্রতিরক্ষা সচিবের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল গতকাল বিজয় সরণিতে বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। আইএসপিআর জানায়, এ ছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে শেরেবাংলানগরে গণভবন কমপ্লেক্স প্রাঙ্গণে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়। শেষে শোকাবহ ১৫ আগস্টের প্রতিপাদ্য বিষয় নিয়ে এ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিএনসিসির চিত্রাঙ্কন ও খাবার বিতরণ : এ ছাড়া প্রতিরক্ষা সচিব ড. আবু হেনা মোস্তফা কামাল জাতীয় শোক দিবসে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) আয়োজিত পথশিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন এবং তাদের মধ্যে পোশাক ও খাবার বিতরণ করেন।

সর্বশেষ খবর