সোমবার, ১৬ আগস্ট, ২০২১ ০০:০০ টা

নয়াদিল্লিতে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাতবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

দিবসটি পালন উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকালে দূতাবাসের হাইকমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে দূতাবাসের বঙ্গবন্ধু হল মিলনায়তনে এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অন্য সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতিবহ ছবির সমন্বয়ে ছবির অ্যালবাম প্রদর্শনীর আয়োজন করা হয়। 

সন্ধ্যায় বঙ্গবন্ধু হল মিলনায়তনে এ উপলক্ষে হাইকমিশনার ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিক, দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পি সি যোশি, বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ী, কর্নেল (অব.) অশোক বক্তব্য দেন। এ সময় বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া ১৫ আগস্ট স্মরণে দূতাবাস আয়োজিত “নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।

দিবসটি পালন উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকালে দূতাবাসের হাইকমিশনার মোহাম্মদ ইমরানের নেতৃত্বে দূতাবাস কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে দূতাবাসের বঙ্গবন্ধু হল মিলনায়তনে এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এ ছাড়াও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় বক্তব্য রাখেন হাইকমিশনার মোহাম্মদ ইমরান ও মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ। পরে ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের অন্য সদস্যদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও দূতাবাস প্রাঙ্গণে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ স্মৃতিবহ ছবির সমন্বয়ে ছবির অ্যালবাম প্রদর্শনীর আয়োজন করা হয়। 

সন্ধ্যায় বঙ্গবন্ধু হল মিলনায়তনে এ উপলক্ষে হাইকমিশনার ছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন দেশের কূটনীতিক, দিল্লি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক পি সি যোশি, বিশিষ্ট সাংবাদিক গৌতম লাহিড়ী, কর্নেল (অব.) অশোক বক্তব্য দেন। এ সময় বঙ্গবন্ধুর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এ ছাড়া ১৫ আগস্ট স্মরণে দূতাবাস আয়োজিত “BANGABANDHU THE IMMORTAL LEGEND নামক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।” নামক প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।

সর্বশেষ খবর