মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

প্রকাশিত সংবাদের প্রতিবাদে টেলিটক

বাংলাদেশ প্রতিদিন-এ গত ১২ আগস্ট ‘অবৈধ ভিওআইপির ভয়াবহ সিন্ডিকেট’ শিরোনামে প্রকাশিত সংবাদের একটি অংশের প্রতিবাদ জানিয়েছে টেলিটক বাংলাদেশ লিমিটেড। সংস্থাটির ব্যবস্থাপক প্রশাসন মো. কামরুজ্জামান স্বাক্ষরিত প্রতিবাদ পত্রে দাবি করা হয় যে, প্রকাশিত সংবাদটিতে ‘টেলিটকের সুনাম ক্ষুণ্ণ হয়েছে।’ এতে আরও বলা হয়, ‘টেলিটকের এমডি বা অন্য কোনো কর্মকর্তা ভিওআইপি কার্যকলাপে জড়িত হওয়ার সুযোগ নেই। টেলিটকের সঙ্গে নাজমুল করিম চৌধুরী ওরফে শারুনের কোনো প্রকার ব্যবসায়িক সম্পর্ক নাই। টেলিটকের প্রকল্প থেকে জাইকার অর্থ প্রত্যাহারের সঙ্গে এমডি সাহাব উদ্দিনের সম্পর্ক ছিল না। টেলিটকের টেশিস থেকে ডিডব্লিউডিএম অপটিক্যাল এমইউএক্স (১০০জি) ক্রয়ে অনিয়ম বা দুর্নীতির কোনো সুযোগ নাই।’

প্রতিবেদকের বক্তব্য : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে জমা পড়া অভিযোগ পর্যালোচনা করে সংশ্লিষ্টদের বক্তব্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এখানে কোনো অসত্য তথ্য সংযোজন করা হয়নি।

সর্বশেষ খবর