বুধবার, ১৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সিরিজ বোমা হামলা দিবসে নানা কর্মসূচি আওয়ামী লীগের

নিজস্ব প্রতিবেদক

নেপথ্যের কুশীলবদের শাস্তি নিশ্চিত করা এবং এ ঘটনার পুনরাবৃত্তি রোধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানানোর মধ্য দিয়ে গতকাল পালিত হলো সিরিজ বোমা হামলা দিবস। এ দিনটি আওয়ামী লীগ ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ’ প্রতিরোধ দিবস হিসেবে পালন করে থাকে। দিনটি উপলক্ষে আলোচনা সভা, মানববন্ধন, পথসভা ও কালো পতাকা প্রদর্শনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পৃথক কর্মসূচিতে বক্তারা বলেন, ১৫ আগস্ট, ১৭ আগস্ট ও ২১ আগস্টের ঘটনা একই সূত্রে গাঁথা। এসব কর্মকান্ডের কুশীলবরা এখনো সক্রিয়। সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর গুলশান ২ নম্বরে মানববন্ধন করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এতে প্রধান অতিথি ছিলেন দলের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল চন্দ্র গুহের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু, সহ-সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, নির্মল চ্যাটার্জি, ম  আবদুর রাজ্জাক প্রমুখ।

রাজধানীর ফার্মগেট সংলগ্ন আনন্দ সিনেমা হলের সামনে দুপুর ১২টায় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রতিবাদী মানববন্ধন ও পথসভা অনুষ্ঠিত হয়। এর আগে বেলা ১১টায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানার সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সঞ্চালনায় গুলিস্তানে প্রতিবাদী মানববন্ধন ও পথসভা করে।

সর্বশেষ খবর