রবিবার, ২২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়া

---------- তথ্য প্রতিমন্ত্রী

শেরপুর প্রতিনিধি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। খালেদা জিয়া এসএসসি পরীক্ষায় শুধু পাকিস্তানের ভাষা উর্দু ও ভালো টাকার হিসাব জানেন বলে অঙ্কে পাস করেছিলেন। বাকি আট বিষয়ে তিনি ফেল করেছিলেন। গত শুক্রবার সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে করোনাকালীন মানবিক সহায়তার প্রধানমন্ত্রীর দেওয়া প্রণোদনার চেক সাংবাদিকদের মাঝে বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, স্বামী হত্যার পুরস্কার হিসেবে প্রধানমন্ত্রী হয়েছিলেন কিন্তু একটিবারের জন্যও স্বামী হত্যার বিচার চাননি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে খুনের মাস্টারমাইন্ড ছিলেন জিয়াউর রহমান। বিজ্ঞানের সূত্রমতে জিয়া হত্যা ছিল বঙ্গবন্ধু হত্যার বিপরীত প্রতিক্রিয়া। বঙ্গবন্ধুর গোটা পরিবারকে নির্মম হত্যার নীলনকশা করেছিলেন জিয়া। আর জিয়ার মৃত্যুও হয়েছিল এভাবেই। জিয়ার মরণোত্তর বিচার চেয়ে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন।  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাব সভাপতি মো. শরিফুর রহমান। পরে ৪৬ জন সাংবাদিকের মাঝে চেক হস্তান্তর করা হয়।

সর্বশেষ খবর