সোমবার, ২৩ আগস্ট, ২০২১ ০০:০০ টা

ভারতের সঙ্গে আপাতত চালু হচ্ছে না ফ্লাইট

কূটনৈতিক প্রতিবেদক

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পর্যবেক্ষণের কারণে আপাতত চালু হচ্ছে না বাংলাদেশ-ভারত বিমান চলাচল। এমনটি জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব এ তথ্য জানান। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারণে এ বছরের এপ্রিল মাসে দুই দেশের মধ্যে ফ্লাইট স্থগিত করা হয়। গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদফতরকে (ডিজিজিএ) এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট পুনরায় শুরুর অনুমোদন চেয়ে একটি চিঠি দেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সে প্রেক্ষিতে আগামী ২৬ আগস্ট ও ২৭ আগস্ট থেকে স্পাইসজেট এবং ইন্ডিগোর ফ্লাইট চালুর কথা ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর