শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১ ০০:০০ টা

কফি হাউজের দেড় দশক পূর্তি উদযাপন

সাংস্কৃতিক প্রতিবেদক

কফি হাউজের দেড় দশক পূর্তি উদযাপন

শিল্পকলা একাডেমির কফি হাউজের সঙ্গে মিশে আছে শিল্পের শেকড়। দেখতে দেখতে ১৫ পার করে ১৬-তে পা দিয়েছে শিল্পকলার কফি হাউজ। প্রতিষ্ঠার দেড় দশকের উদযাপনে প্রিয় কফি হাউজের নানা স্মৃতি, ভালো লাগা আর ভালোবাসার কথা বলেছেন সুহৃদ, শুভাকাক্সক্ষী ও শিল্পীরা। গতকাল বিকালে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা আবৃত্তি করেন ড. শাহাদাৎ হোসেন নিপু। একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী আমানুল হকের সভাপতিত্বে বক্তৃতা করেন অধ্যাপক আব্দুস সেলিম, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজীদ, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, দৈনিক সংবাদের বার্তা সম্পাদক কাজী রফিক, বরেণ্য অভিনেতা আব্দুল আজিজ, অভিনেতা রফিকুল্লাহ সেলিম, আদিত্য আলম, অভিনেত্রী ফারজানা ফাতেমা চৌধুরী সুমি, মাসুদা খান, বাচিকশিল্পী মীর বরকত, কবি লিলি হক, কবি আফরোজা কনা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কফি হাউজের স্বত্বাধিকারি ও বাংলাদেশ থিয়েটারের অধিকর্তা খন্দকার শাহ আলম। বক্তারা স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিল্পকলা একাডেমির মঞ্চগুলোসহ সারা দেশের সব মঞ্চ ও সংস্কৃতিকেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবিও জানান।

সর্বশেষ খবর