শনিবার, ২৮ আগস্ট, ২০২১ ০০:০০ টা

‘ফারাজ’ সিনেমা তৈরি না করতে পরিচালককে আইনি নোটিশ

কলকাতা প্রতিনিধি

২০১৬ সালের ১ জুলাই ঢাকার গুলশানে হোলি আর্টিজান  বেকারিতে জঙ্গি হামলার ঘটনা ও ওই হামলায় নিহত বাংলাদেশি নাগরিক ফারাজ হোসেনকে ঘিরে ‘ফারাজ’ নামে সিনেমা তৈরি না করতে চিত্রপরিচালক হংসল মেহতাকে আইনি নোটিস পাঠানো হয়েছে। এই নোটিস পাঠিয়েছে হামলায় নিহত ভারতীয় নাগরিক তারিশি জৈন ও বাংলাদেশি নাগরিক অবিন্তা কবিরের পরিবার। হংসল মেহতাকে পাঠানো ওই নোটিসে পরিষ্কার বলা হয়েছে অ্যাকশন ছবি ‘ফারাজ’ চলচ্চিত্রটি যেন মুক্তি না পায়। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ওই সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্যসহ ২২ জন নিহত হন। যার মধ্যে ছিল ফারাজ হোসেন, অবিন্তা কবির এবং তারিশি জৈন। ফারাজ ও অবিন্তা উভয়েই যুক্তরাজ্যের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। অন্যদিকে তারিশি ছিলেন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। নোটিসে বলা হয়, ‘এটা পরিষ্কার যে, এই সিনেমাটি কেবলমাত্র বাণিজ্যিক কার্যকলাপ ছাড়া আর কিছুই নয়। এ ধরনের সিনেমা দুটি পরিবারের জীবনের ওপর এমনভাবে প্রভাব ফেলবে যে, তারা আর কখনোই ওই ট্রমা থেকে বেরিয়ে আসতে পারবে না।’

তাই, ছবিটি নির্মাণ করা যাবে না। আর ‘ফারাজ’ বিষয়ক সব ধরনের পোস্টার বা সামাজিক যোগাযোগমাধ্যমে এ সম্পর্কিত সব পোস্টও অবিলম্বে সরিয়ে ফেলতে হবে।

সর্বশেষ খবর