মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা
স্মরণসভায় বক্তারা

জুনায়েদ বাবুনগরী ছিলেন বাতিলের বিরুদ্ধে আপসহীন

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্মরণসভায় বক্তারা বলেছেন, বাবুনগরী ছিলেন বাতিলের বিরুদ্ধে আপসহীন এক সংগ্রামী রাহবার। আমৃত্যু সত্যের ওপর অবিচল থাকা এ পথপ্রদর্শককে হারিয়ে জাতীয় অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পূরণ হওয়ার নয়। তার জীবন ছিল বহুমাত্রিক কর্মমুখর ও বর্ণাঢ্য। গতকাল রাজধানীর কামরাঙ্গীর চর মাদরাসায় খেলাফত আন্দোলন এ স্মরণসভার আয়োজন করে।

এতে সভাপতির বক্তব্যে খেলাফত আন্দোলনের আমির আতাউল্লাহ হাফেজ্জী বলেন, শিক্ষার বিকাশ, দীন প্রতিষ্ঠার সংগ্রাম ও নাস্তিক্যবাদবিরোধী আন্দোলনে জুনায়েদ বাবুনগরী তাঁর সাহসী ভূমিকার জন্য ইতিহাসের পাতায় মাইলফলক হয়ে থাকবেন। সভায় বক্তব্য দেন মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আহমদ আলী কাসেমী, তোফাজ্জল হোসেন মিয়াজী, আতিকুর রহমান নান্নু মুন্সি, মাওলানা সাজেদুর রহমান ফয়েজী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, মাওলানা শেখ সাদী, মাওলানা ইসহাক নাগরী, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মাওলানা সানাউল্লাহ ফিরোজ, মাওলানা সিদ্দীকুর রহমান, মাওলানা জাকির বিল্লাহ, মুফতি সাইফুল্লাহ নোমানী প্রমুখ।

সর্বশেষ খবর