মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১ ০০:০০ টা

সিনোফার্মের ২০ লাখ টিকা ঢাকায় ফাইজারের ১০ লাখ আসবে আজ

নিজস্ব প্রতিবেদক

চীন থেকে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা গত রাতে ঢাকায় পৌঁছেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটযোগে টিকার ওই চালান ঢাকায় আসে। এদিকে সোমবার কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় ফাইজারের ১০ লাখ ডোজ টিকা দেশে আসার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, আজ মঙ্গলবার বিকাল ৫টায় কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে টিকার ওই চালান দেশে পৌঁছবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গত রবিবার মানিকগঞ্জে এক অনুষ্ঠানে বলেছেন, দেশের প্রতিটি মানুষের জন্য করোনার টিকার ব্যবস্থা করা হবে। এরই মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নতুন করে সাড়ে ১০ কোটি টিকার চুক্তি হয়েছে। বর্তমানে মৃত্যুহার কমলেও করোনা নিয়ে অবহেলা করা যাবে না।

সর্বশেষ খবর