বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ইশা ছাত্র আন্দোলনের কর্মসূচি পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলন মাসব্যাপী কর্মসূচি পালন করেছে। ‘ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবময় পথচলার ৩০ বছর’ শিরোনামে সংগঠনটি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিভিন্ন শাখায় আগস্টজুড়ে আলোচনা সভা, পথকলিদের জন্য শিক্ষা আসর, সুবিধাবঞ্চিতদের মধ্যে খাবার বিতরণ, পরিচ্ছন্নতা অভিযান, কুইজ প্রতিযোগিতা, সাইকেল র‌্যালি, রক্তদান কর্মসূচি ও রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচি পালন করেছে। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন চত্বরে আয়োজিত সুবিধাবঞ্চিতদের মধ্যে খাদ্য বিতরণ করেন সভাপতি নূরুল করীম আকরাম। মাসজুড়ে গুরুত্বপূর্ণ শহর, জেলাসহ ৮০টি শাখায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালিত হয়।

সর্বশেষ খবর