বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ঢাবিতে সেপ্টেম্বরেই হল খোলার দাবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

অক্টোবরে নয়, বরং চলতি মাসেই হল খুলে দেওয়ার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। গতকাল রাতে বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের সভায় এমন দাবি জানায় তারা। ক্যাম্পাস খোলার বিষয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে এ সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সভায় ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট, ছাত্র ফেডারেশন, ছাত্রমৈত্রীসহ পরিষদের অন্তর্ভুক্ত অন্যান্য ছাত্র সংগঠন। সভায় ছাত্র সংগঠনগুলোর পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে আইসোলেশন সেন্টার স্থাপন, স্বাস্থ্যবিধি নিশ্চিত, করোনাকালীন বেতন-ভাতা মওকুফ, নিজস্ব ব্যবস্থাপনায় করোনা নিয়ে গবেষণা করা প্রভৃতি দাবি উঠে আসে। সভায় গণরুম ব্যবস্থা উচ্ছেদে প্রশাসনের পদক্ষেপকে স্বাগত জানানো হয়। তবে আসন বরাদ্দের ক্ষেত্রে হল প্রশাসনকে  ভূমিকা রাখার কথা বলে ছাত্রদল ও বামপন্থি ছাত্র সংগঠনগুলো।  ‘গেস্টরুম প্রথা’ উচ্ছেদের দাবিও জানায় সংগঠনগুলো।

সর্বশেষ খবর