বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পবিত্র আখেরি চাহার শোম্বা ৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের আকাশে গতকাল হিজরি সনের সফর মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৮ সফর, ৬ অক্টোবর বুধবার পবিত্র আখেরি চাহার শোম্বা পালিত হবে। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। আখেরি চাহার শোম্বা হলো মুসলমানদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ ও স্মরণীয় দিন। ১১ হিজরির শুরুতে আল্লাহর প্রিয় হাবিব মহানবী হজরত মুহাম্মদ (সা.) গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবশেষে ২৮ সফর সুস্থ বোধ করায় রসুলুল্লাহ (সা.) গোসল করেন এবং শেষবারের মতো নামাজে ইমামতি করেন। মুসলিম উম্মাহ দান-খয়রাত ও নফল ইবাদত-বন্দেগির মাধ্যমে দিনটি পালন করে থাকে।

সর্বশেষ খবর