শিরোনাম
শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

৪২তম বিসিএস থেকে ৪ হাজার সহকারী সার্জন নিয়োগের সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

৪২তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২০-এর ফল গতকাল প্রকাশ করা হয়েছে। ফলাফলে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সহকারী সার্জন পদে ৪ হাজার জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত নন এমন ১ হাজার ৯১৯ জন প্রার্থীকে নন-ক্যাডার পদের জন্য উত্তীর্ণ করা হয়েছে। গতকাল সরকারি কর্ম কমিশনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কভিড-১৯ এ আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা প্রদানের জন্য জরুরি প্রয়োজনে সহকারী সার্জনের ২ হাজার শূন্য পদ পূরণের লক্ষ্যে গত বছরের ৩০ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করা হয়। পরবর্তীতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজ্ঞাপিত ২ হাজার পদের সঙ্গে অতিরিক্ত আরও ২ হাজার পদ যোগ করে মোট ৪ হাজার পদে সুপারিশের জন্য প্রেরণ করা হয়। ফলাফল সংক্রান্ত বিস্তারিত তথ্য কর্ম কমিশন (www.bpsc.gov.bd) ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (www.bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর