শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

তিন বস্তা ইয়াবা ফেলে পালাল পাচারকারীরা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ এলাকা থেকে তিন বস্তাভর্তি ইয়াবা জব্দ করেছে কোস্টগার্ড। এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। মিয়ানমার থেকে সমুদ্রপথে এসব ইয়াবা টেকনাফে আনা হচ্ছিল। গতকাল ভোরে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া সমুদ্রসৈকতে এ ঘটনা ঘটে। কোস্টগার্ড সদর দফতরের গোয়েন্দা পরিদফতর শাখার গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মিয়ানমার থেকে সমুদ্রপথে ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্য পান কোস্টগার্ড সদস্যরা। এর সূত্র ধরে শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়ায় কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের লেফটেন্যান্ট কমান্ডার এম নাঈম উল হকের নেতৃত্বে বিশেষ নজরদারি রাখা হয়। রাতে পশ্চিমপাড়া ঘাট এলাকা দিয়ে তিনটি বস্তাসহ তিন ব্যক্তিকে দেখতে পান তারা। গতিবিধি সন্দেহজনক হওয়ায় বাঁশি ও টর্চলাইটের আলো ফেলে থামার সংকেত দিলে তারা পালিয়ে যায়। অন্ধকারের সুযোগ নিয়ে ওই তিন ব্যক্তি গ্রামের মধ্যে ঢুকে পড়ায় আটক করা সম্ভব হয়নি। পরে তাদের ফেলে যাওয়া বস্তার ভিতর থেকে ৩ লাখ ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবাগুলো টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর