রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামে জমি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

জমির মালিকানা হস্তান্তরের মাধ্যমে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের জমি বিরোধের আনুষ্ঠানিক অবসান হয়েছে। গতকাল ঢাকা জেলার সাভারে ইনস্টিটিউটের অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির’ সভায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ‘বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের’ মালিকানাধীন সরকারি ৩.৩৮ একর জমি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের নামে মালিকানা হস্তান্তরের বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বিরোধের অবসান ঘটে। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, বিশেষভাবে আমন্ত্রিত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স.ম. রেজাউল করিম, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, কমিটির সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, হুইপ মাহবুব আরা বেগম গিনি, এ. এম. নাঈমুর রহমান, জাকিয়া তাবাসসুম এমপিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা ইনস্টিটিউটটি এবং মানিকগঞ্জ জেলায় প্রস্তাবিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সরেজমিনে পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। কমিটি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়কে জমি হস্তান্তর করায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় কমিটিকে জানানো হয়, মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় প্রস্তাবিত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের জমির ফিসিবিলিটি স্টাডি রিপোর্ট প্রাপ্তি সাপেক্ষে স্টেডিয়ামটির নির্মাণ কাজ চলতি অর্থবছরে শুরু করা হবে। কমিটি মানিকগঞ্জ জেলায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্টেডিয়ামটির নাম শেখ হাসিনা স্টেডিয়াম নামকরণের জন্য সুপারিশ করে। বৈঠকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক, লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক, জাতীয় যুব ক্রীড়া পরিষদের সচিব, স্থানীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সর্বশেষ খবর