সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনায় সংক্রমণ ও মৃত্যু বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাস সংক্রমণে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫১ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭১ জনের দেহে। শনাক্তের হার ৭.৪৬ শতাংশ। এক দিনের ব্যবধানে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্তের হার বেড়েছে। আগের দিন শনাক্তের হার ছিল ৭.০৩ শতাংশ ও মারা গিয়েছিলেন ৪৮ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৪১৩ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ লাখ ৭৮ হাজার ৮২১ জন। মারা গেছেন ২৬ হাজার ৯৩১ জন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ২২ জন ছিলেন পুরুষ ও ২৯ জন নারী। সবার মৃত্যু হয়েছে হাসপাতালে। এর মধ্যে সর্বোচ্চ ১৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ১৪ জন, খুলনা বিভাগে ৯ জন, সিলেট বিভাগে ৬ জন এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে ১ জন করে মারা গেছেন। গত এক দিনে করোনায় বরিশাল বিভাগে কেউ মারা যাননি। বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ২২ জন ছিলেন ষাটোর্ধ্ব, ১৬ জন পঞ্চাশোর্ধ্ব, ৭ জন চল্লিশোর্ধ্ব, ৩ জন ত্রিশোর্ধ্ব, ২ জন বিশোর্ধ্ব ও ১ জনের বয়স ছিল ১১ থেকে ২০ বছরের মধ্যে।

সর্বশেষ খবর