সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
মানববন্ধনে বক্তারা

সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে

নিজস্ব প্রতিবেদক

সমাজ ও রাষ্ট্র পরিচালনায় ইসলামের পরিবর্তে মানবরচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকায় মাদক, গুম, খুন, ধর্ষণসহ নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ বেড়েই চলছে। সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত হলেই মানুষের জীবনের সব সমস্যার সমাধান হবে। দুর্নীতি মুক্ত সমাজ গঠিত হবে, মানুষ সুশাসন ও ন্যায়বিচার পাবেন। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে ইসলামী সমাজ আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ূন কবীর সভাপতির বক্তব্যে বলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান এসব মৌলিক অধিকার থেকে সাধারণ মানুষ আজ বঞ্চিত। দুর্নীতি ও চাঁদাবাজিতে মানুষ অতিষ্ঠ। আসাদুজ্জামান বুলবুলের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন মুহাম্মাদ ইয়াছিন, মুহাম্মাদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর হোসাইন, মুহাম্মাদ আলী জিন্নাহ্, মুহাম্মাদ নুরুদ্দিন, আজমুল হক, সেলিম মোল্লা, সাইফুল ইসলাম, আবু বকর সিদ্দিক ও হাফিজুর রহমান প্রমুখ।

সর্বশেষ খবর