মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

শর্তসাপেক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিল সরকার

নিজস্ব প্রতিবেদক

কিছু শর্ত দিয়ে ৫২টি প্রতিষ্ঠানকে ২ হাজার ৮০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার। গতকাল বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রতিষ্ঠানগুলোর নামের তালিকা ও রপ্তানির পরিমাণ উল্লেখ করে প্রজ্ঞাপন জারি করে বাণিজ্য মন্ত্রণালয়। এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানি বিষয়ে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাইক্রমে শর্তসাপেক্ষে নির্ধারিত পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি প্রদান করা হলো। ১০ অক্টোবর পর্যন্ত এ সুবিধা পাবে অনুমোদিত প্রতিষ্ঠানগুলো।

শর্ত অনুসারে ৫২টি কোম্পানির প্রতিটি ৪০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানির সুযোগ পাবে। অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না। অনুমোদিত রপ্তানিকারক ব্যতীত সাবকন্ট্রাক্টে রপ্তানি করা যাবে না। শুল্ক কর্তৃপক্ষ দ্বারা রপ্তানিকৃত পণ্যের কায়িক পরীক্ষা করাতে হবে। রপ্তানি নীতি-২০১৮-২০২১ অনুসরণে পণ্য রপ্তানি করতে হবে। রপ্তানির কারণে দেশের বাজারে ইলিশের জোগান কম থাকা এবং দাম বেড়ে যাওয়ার কারণে ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় সরকার। তবে শারদীয় উৎসব উপলক্ষে শর্তসাপেক্ষে সীমিত পরিমাণে দেশের এই সুস্বাদু মাছটি পার্শ্ববর্তী দেশটিতে রপ্তানির অনুমতি দিয়ে আসছে সরকার।

সর্বশেষ খবর