বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

ইসলামী শিক্ষার বিকল্প নেই

পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী শিক্ষার বিকল্প নেই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, নৈতিকতা বোধসম্পন্ন জাতি গঠনে ইসলামী শিক্ষার বিকল্প নেই। এ জন্য ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার প্রয়োজন। সেই সঙ্গে ব্যাপকভাবে ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তিনি বলেন, নৈতিকতা বোধের অভাবেই মানুষ বিপথগামী হচ্ছে। সুদ-ঘুষ, মদ, জুয়াসহ অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে নিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে। সন্ত্রাস ও দুর্নীতির পথে এগোচ্ছে। এসব থেকে রক্ষা পেতে শিক্ষার সব স্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। গতকাল কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার কাজিয়াতল হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) মাদরাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল আলহাজ খন্দকার গোলাম মাওলা, চরমোনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি এছহাক মুহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের নির্বাহী সভাপতি মুফতি সৈয়দ নূরুল করীম কাসেমী, শায়খুল হাদিস মাওলানা মকবুল হোসাইন, আলহাজ মনির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

সর্বশেষ খবর