বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

পরিবারে বাল্যবিবাহের ঘটনা থাকলে ভিজিডি ভাতা নয়

নিজস্ব প্রতিবেদক

সরকারের ভিজিডি কর্মসূচির উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে সেই পরিবারে বাল্যবিবাহের ঘটনা থাকলে তালিকায় অন্তর্ভুক্ত না করার নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি। অর্থাৎ কোনো পরিবারে ১৫ থেকে ১৮ বছরের বিবাহিত মেয়ে থাকলে সে পরিবারকে যেন ভাতা বরাদ্দের তালিকা থেকে বাদ দেওয়া হয়, এ জন্য মাঠ পর্যায়ে চিঠি জারির সুপারিশ করে কমিটি। এ ছাড়া বন্ধ হয়ে যাওয়া জয়িতা ট্রেনিং সেন্টারগুলো পুনরায় চালু করার সুপারিশ করে কমিটি। জাতীয় সংসদ ভবনে গতকাল অনুষ্ঠিত ‘মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মেহের আফরোজ। কমিটির সদস্য মো. আবদুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ বৈঠকে অংশ নেন। সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন থোক বরাদ্দের টাকায় পরিচালিত কর্মসূচির মধ্যে অর্থ মন্ত্রণালয় মাত্র আটটি কর্মসূচিতে অনুমোদন দেয়। অর্থ মন্ত্রণালয় কিসের ভিত্তিতে এই আটটি কর্মসূচি বাছাই করেছে এ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন চেয়েছে কমিটি। কমিটি গাজীপুরের কালীগঞ্জে জয়িতার ট্রেনিং সেন্টারটির ওপরের দুটি তলা নির্মাণের লক্ষ্যে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য তাগিদ দেয়। বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ খবর