বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নারায়ণগঞ্জে গৃহবধূকে এসিড নিক্ষেপ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পলি রানী বর্মণ নামে এক গৃহবধূকে এসিড নিক্ষেপের ঘটনায় মঙ্গলবার রাতে বন্দর থানায় মামলা হয়েছে। অভিযুক্তরা হচ্ছেন- একরামপুর ইস্পাহানী এলাকার যাদব চন্দ্র বর্মণের ছেলে রাজন চন্দ্র বর্মণ এবং একই এলাকার সুনীল বর্মণের মেয়ে শীলা রানী বর্মণ।

মামলা সূত্রে জানা যায়, প্রায় ১৫ বছর আগে পলি রানী বর্মণের (২৫) সঙ্গে রাজন চন্দ্র বর্মণের (৩৪) বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কিছুদিন আগে এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়ায় রাজন। এরপর থেকেই সংসারে অশান্তি সৃষ্টি হয়। গত ১৯ সেপ্টেম্বর রাতে রাজন ঘরের চালে উঠে পলির গায়ে এসিড ঢেলে দেয়। এতে পলির শরীর পুড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে বাদী সুস্থ হয়ে বন্দর থানায় এসে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেন।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগী থানায় মামলা করেছেন। এ ঘটনায় আসামিদের কেউ এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর