রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা
চূড়ান্ত ফল প্রকাশ করেছে বার কাউন্সিল

আইনজীবী হলেন ৫৯৭২ জন

নিজস্ব প্রতিবেদক

আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে বার কাউন্সিল। এবার চূড়ান্ত ফলে ৫ হাজার ৯৭২ জনকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। গতকাল বিকালে এ ফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, বার কাউন্সিলের ওয়েব সাইটে ফল প্রকাশ করা হয়েছে। এই ফলাফলে উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন। ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায় প্রয়োজনীয় নথিপত্র জমা না দেওয়ায় ৯ জনের এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের রিট আবেদন নিষ্পত্তি  না হওয়ায় পর্যন্ত আরও তিন জনের ফলাফল স্থগিত করা হয়েছে।

এর আগে ৩১ আগস্ট থেকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ধাপে ধাপে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৯ মে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। গত বছরের ১৯ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে প্রায় ১৩ হাজার শিক্ষানবিস আইনজীবী অংশ নেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর