রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

জাতীয় চারুকলা প্রদর্শনীর সমাপনী

সাংস্কৃতিক প্রতিবেদক

পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০২১। গত সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনের এ সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আকতারুজ্জামান। সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। আলোচনা শেষে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন দেশের বরেণ্য শিল্পীরা। প্রতি মাধ্যমে একটি করে মোট ১১টি শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়।

সব মাধ্যম মিলিয়ে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার-২০২১’ নামে একটি শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হয়। মাধ্যমভিত্তিক প্রতিটি শ্রেষ্ঠ পুরস্কারের জন্য ১ লাখ টাকা, সব মাধ্যমে শ্রেষ্ঠ পুরস্কারের জন্য ২ লাখ টাকা এবং একটি মেডেল, একটি ক্রেস্ট ও একটি সার্টিফিকেট প্রদান করা হয়। পাঁচটি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয় যার প্রতিটির মূল্যমান ৫০ হাজার টাকা। সঙ্গে স্পন্সরশিপ পুরস্কারও ছিল।

সর্বশেষ খবর