সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

নৈতিকতাবোধের অভাবে মানুষ বিপথগামী হচ্ছে

-------- পীর চরমোনাই

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, নৈতিকতাবোধের অভাবেই মানুষ বিপথগামী হচ্ছে। সুদ-ঘুষ, মদ, জুয়াসহ অনৈতিক কর্মকান্ডে জড়িয়ে ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। ইসলামী শিক্ষার অভাবেই মানুষ সন্ত্রাস ও দুর্নীতির পথে এগোচ্ছে। এ জন্য শিক্ষার সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। গতকাল রাজধানীর বাদামতলী ঘাট মসজিদ প্রাঙ্গণে ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসাইন জেহাদী, মুফতি শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ, মুক্তিযোদ্ধা আবুল কাশেম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা নূরুন্নবী। পীর চরমোনাই আরও বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম, মানবতার ধর্ম। ইসলামী শিক্ষা যেখানে যতটুকুু আছে, সেখানে ততটুকু শান্তি আছে। এ জন্য নৈতিকতাবোধ সম্পন্ন জাতি গঠনে ইসলামী শিক্ষার ব্যাপক প্রচার ও প্রসার ঘটাতে হবে।

সর্বশেষ খবর