সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

আতাউস সামাদ স্মৃতি পুরস্কার পেলেন ফটো সাংবাদিক রফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

আতাউস সামাদ স্মৃতি পুরস্কার-২০২১ পেয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের ফটো সাংবাদিক এ বি এম রফিকুর রহমান। প্রাত্যহিক কাজের গুরুত্ব ও মর্যাদা বিবেচনায় বিশিষ্ট এ ফটো সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশের কোনো ফটো সাংবাদিক হিসেবে তিনিই প্রথম পেলেন এ স্বীকৃতি ও সম্মাননা। রয়টার্সের সঙ্গেই তার যুক্ততা ৪০ বছর। ৫১ বছরের সাংবাদিকতা জীবনে রফিকুর ক্যামেরাবন্দী করেছেন দেশ ও বিদেশের উত্তাল, রোমহর্ষক অজস্র সব ঘটনাপুঞ্জ। রাজনৈতিক বাঁকবদল, উত্থান- আন্দোলন, প্রলয়ংকরী ঝড়-ঝঞ্ঝা, বন্যা, প্রাকৃতিক দুর্যোগ- মানবিকতাসহ নানা বিষয়ে তোলা তার স্থিরচিত্র এবং ভিডিও পাঠক-দর্শকের সংবাদক্ষুধা নিবৃত্ত করেছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আতাউস সামাদ স্মৃতি পরিষদের উদ্যোগে বরেণ্য সাংবাদিক আতাউস সামাদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় এ পুরস্কার দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী।  জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের সভাপতিত্বে ও কবি হাসান হাফিজের সঞ্চালনায় বক্তব্য দেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ, আজকের পত্রিকার সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম রহমান, সাংবাদিক নাঈমুল ইসলাম খান, কবি হেলাল হাফিজ, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।

সর্বশেষ খবর