শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চবি ক্যাম্পাস থেকে হরিণের মাংস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ক্যাম্পাস থেকে হরিণের আনুমানিক ১৫ কেজি মাংস উদ্ধার করা হয়েছে। গতকাল দুপুরে ক্যাম্পাসের ‘কলা ঝুপড়ি’ এলাকা থেকে কয়েকটি পলিথিনে মোড়ানো অবস্থায় হরিণের মাংস উদ্ধার করা হয়।

চবির আশেপাশের পাহাড়গুলোতে কখনো কখনো মায়া হরিণের বিচরণ দেখা যায়। চবির প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, গতকাল দুপুরে এক ব্যক্তি সবজির সঙ্গে করে মাংস পাহাড়ের দিক থেকে নিয়ে আসছিল। শিক্ষার্থীদের সন্দেহ হলে সে ঝুড়ি রেখে দৌঁড়ে পাহাড়ের দিকে পালিয়ে যায়। শিক্ষার্থীরা সবজির ঝুড়ির ভিতরে মাংস দেখে কর্তৃপক্ষকে খবর দেয়। পরে প্রক্টরিয়াল বডির সদস্যরা গিয়ে মাংসগুলো উদ্ধার করেন। যতটুকু জানা গেছে, সেগুলো হরিণের মাংস। তা চট্টগ্রাম বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর