শুক্রবার, ১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শাহজালালে পুরোদমে করোনা পরীক্ষা

স্বস্তিতে মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক

আরব আমিরাতের অনুমোদনের পর শাহজালাল বিমানবন্দরে পুরোদমে চলছে করোনা শনাক্তের আরটি-পিসিআরের কার্যক্রম। দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যগামী প্রবাসীরা। গতকাল করোনা টেস্ট কার্যক্রমের পর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে বেশ কয়েকটি ফ্লাইটে প্রবাসী যাত্রীরা ঢাকা ছেড়েছেন। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেম এ এইচ এম তৌহিদ-উল-আহসান জানান, যাত্রার ৬ ঘণ্টা আগে যাত্রীদের করোনা টেস্ট করে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফ্লাইটটি আমিরাতের উদ্দেশে ছেড়ে যায়। বিমানবন্দর এলাকায় একটি মোবাইল ল্যাবে তাদের করোনা পরীক্ষা হয়েছে। নেগেটিভ রিপোর্ট আসার পর তাদের বোর্ডিং পাস দেওয়া হয়। বিমানবন্দরের পরিচালক স্বাস্থ্য কর্মকর্তা শাহরিয়ার সাজ্জাদ জানান, গত বুধবার রাত ১০টা থেকেই করোনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। সৌদিগামী একটি ফ্লাইটের দুই যাত্রীর করোনা পরীক্ষার মাধ্যমে বিমানবন্দরে করোনা টেস্টের কার্যক্রম শুরু হয়। পরে দুবাইগামী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটের ৩৯ যাত্রীর করোনা পরীক্ষা করা হয়। গতকাল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইগামী যাত্রী মিরাজ বলেন, ‘আমরা যাত্রার ছয় ঘণ্টা আগে এসেছি। এখানে এসে ১৬০০ টাকা দিয়ে নাম নিবন্ধন করেছি। নমুনা পরীক্ষার তিন ঘণ্টা পর রেজাল্ট দেবে। তারপর নেগেটিভ এলে আমরা বিমানে উঠতে পারব।’ বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চারটি বিদেশগামী ফ্লাইটে ৫২ যাত্রীর করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। তাদের মধ্যে সকাল সোয়া ১০টার দিকে কাতারগামী ফ্লাইটের তিন, দুবাইগামী ফ্লাইটের এক, বিকাল ৫টা ৪৫ মিনিটে কাতারগামী ফ্লাইটের পাঁচ, ৬টার দিকে দুবাইগামী ফ্লাইটের ৪৩ জনের নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শর্ত অনুযায়ী যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে করোনা পরীক্ষা করে নেগেটিভ সনদ নিয়ে বিমানে উঠতে হবে।

হযরত শাহজালাল বিমানবন্দরে এমন পরীক্ষার ব্যবস্থা না থাকায় দুবাইয়ে এতদিন কোনো ফ্লাইট চলেনি। এতে বহু প্রবাসী আটকা পড়েন। বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানোর দাবিতে প্রবাসীরা কয়েক দফা কর্মসূচিও পালন করেন।

সর্বশেষ খবর