মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সরকারি ৩২ কলেজে নতুন অধ্যক্ষ

নিজস্ব প্রতিবেদক

দেশের ৩২টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গতকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এরমধ্যে নড়াইল ভিক্টোরিয়া কলেজের অধ্যাপক এম আব্দুর রহিমকে একই  জেলার লোহাগড়া সরকারি আদর্শ কলেজে, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক ড. এম আব্দুর রহমানকে একই জেলার শ্যামনগর মহসীন ডিগ্রি কলেজে, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যাপক মো. হারুন অর রশীদকে জেলার সরকারি জাহেদা সফি সরকারি মহিলা কলেজে, আনন্দমোহন সরকারি কলেজের অধ্যাপক হাসান তৌফিক মো. আলী নূরকে জামালপুরের মেলান্দহ সরকারি কলেজে, পাবনার সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ অধ্যাপক  মোছাম্মত মেহেরুন নেছাকে ময়মনসিংহের সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়- পদায়ন পাওয়া শিক্ষকরা ১০ অক্টোবরের মধ্যে অবমুক্ত না হলে ওই দিন অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।

সর্বশেষ খবর