বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রামে বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বেআইনিভাবে মজুরি কাটা বন্ধ, অতিরিক্ত কাজের মজুরি প্রদানের বিরুদ্ধে অপতৎপরতা বন্ধসহ শ্রম আইন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। ঘাট গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদ গতকাল নগরের আগ্রাবাদে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে বিক্ষোভ শেষে চেম্বার সভাপতির কাছে স্মারকলিপি দিয়েছেন। শ্রমিকদের দাবি, ঘাটের মালিক বা ঠিকাদাররা দৈনিক কতটুকু বা কত টন কাজ হয়েছে তার হিসাব দেয় না। ফলে শ্রমিকরা কাজের বিনিময়ে উপযুক্ত মজুরি থেকে বঞ্চিত হচ্ছে। আগে অতিরিক্ত কাজ করলে মজুরি দেওয়া হতো। সাম্প্রতিক সময়ে বাড়তি এ সুবিধা থেকে বঞ্চিত করতে অতিরিক্ত কাজ বা ওভারলোডিং বন্ধ করে দিতে চায় ঘাট মালিক ও ইজারাদাররা। পাশাপাশি শ্রম আইন ভঙ্গ করে বেআইনিভাবে বস্তাপ্রতি ১০ পয়সা, টনপ্রতি লোহা ৫ টাকা ও টনপ্রতি কয়লা পাথর ৩ টাকা হারে মজুরি কেটে নিচ্ছে।  ঘাট গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক মনির হোসেন বলেন, শ্রমিকরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে অর্থ উপার্জন করে। কিন্তু শ্রমিকের মজুরি থেকে বেআইনিভাবে অর্থ ও প্রয়োজনীয় সুবিধাদি কেটে রাখা হচ্ছে। ২০১৭ সালের ২৫ মার্চ চট্টগ্রাম চেম্বারের সভাপতি ঘাট কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনকে চিঠি দিয়ে শ্রমিকদের মজুরি না কাটার নির্দেশনা দেন। কিন্তু ঘাট মালিক ও ইজারাদাররা সে নির্দেশনা মানছেন না।

সর্বশেষ খবর