বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ ইসলামী আন্দোলনের

নিজস্ব প্রতিবেদক

চাল, ডাল, লবণ, তেল, চিনি, ডিম, পোলট্রি মুরগিসহ সাধারণ মানুষের নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, বাজার সিন্ডিকেটের কারসাজির কারণেই নিত্যপণ্যের বাজার আজ নিয়ন্ত্রণহীন। এ অবস্থায় বাজার নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে রক্ষা করতে হবে। গতকাল এক বিবৃতিতে মাওলানা ইউনুছ আহমাদ আরও বলেন, নিত্যপণ্যের অস্বাভাবিক ও অযৌক্তিক মূল্যবৃদ্ধিতে নিম্নআয়ের মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। বাজার সিন্ডিকেটের দাপট দেখে মনে হয় সরকার তাদের কাছে অসহায়।

 দীর্ঘদিন করোনায় জনজীবন বিপর্যস্ত, বেকারত্ব, দারিদ্রতা বৃদ্ধি পেলেও সরকারি দলের নেতা আর লুটেরা গোষ্ঠীর লুটপাট অব্যাহত রয়েছে।

 এর মধ্যেই চলছে সরকারের মূল্যবৃদ্ধির আগ্রাসন। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিতে মানুষ অতিষ্ঠ।

সর্বশেষ খবর