বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নির্মাণাধীন বাড়ির নিচে মর্টার শেল

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির মাটি খননের সময় মর্টার শেল উদ্ধার করেছে র‌্যাব। মর্টার শেলটি ছিল দীর্ঘদিনের পুরান। এর আয়তন ৬০ মিলিমিটার। মর্টার শেলটি সক্রিয় ছিল। এটি বিস্ফোরিত হলে অন্তত ৩৫ মিটার পর্যন্ত চারদিকে কোনো মানুষ থাকলে ¯িপ্রন্টারের মাধ্যমে ক্ষয়ক্ষতি হতে পারত। গতকাল দুপুরে ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের বোম ডিসপোজাল ইউনিটের সহকারী পরিচালক মেজর মো. মশিউর রহমান। তিনি বলেন, মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর চিড়িয়াখানা রোডের একটি বাসার খনন কাজ করার সময় মর্টার শেল পাওয়া যায়। প্রথমে র‌্যাব-৪ মর্টার শেলের খবর পেয়ে র‌্যাব সদর দফতরের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেয়। আমরা এসে দেখতে পাই শেলটি ৬০ মিলিমিটারের। এর গায়ে ময়লা ও জং ধরে থাকার কারণে এটি কোথায় তৈরি তা বলা যাচ্ছে না। মর্টার সেলটি দীর্ঘদিনের পুরান। তবে এটি এখনো সক্রিয় রয়েছে এবং বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। খননকৃত মাটিতে বোম ডিসপোজালের আধুনিক যন্ত্রপাতি দিয়ে সার্চ করে দেখেছি আর কোনো বোম রয়েছে কিনা। তবে আমরা আর কোনো বিস্ফোরক বা বোমের সন্ধান পাইনি। বোমটি কোথা থেকে এলো এবং কীভাবে এলো এমন প্রশ্নে মেজর মশিউর বলেন, বোমটির দুটি উৎস হতে পারে। একটি মুক্তিযুদ্ধের সময়কার অথবা পরবর্তী সময়ে মাটির নিচে কেউ পুঁতেও রাখতে পারে। দুপুরে শেলটি দিয়াবাড়িতে নিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানান মেজর মশিউর।

সর্বশেষ খবর