শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দ্বিধাদ্বন্দ্ব ভুলে সরকারের বিরুদ্ধে গণআন্দোলন চাই : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে দেশে যে সংকট চলছে তা শুধু বিএনপির নয়, গোটা জাতির। এ সংকট থেকে উত্তরণে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন করতে হবে। এ জন্য সব দেশপ্রেমিক রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠনগুলোর ঐক্য চাই। আসুন, আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলন সৃষ্টি করি। গতকাল দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকান্ডের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের (এ্যাব) উদ্যোগে এ আলোচনা সভা হয়। এ্যাবের সভাপতি রিয়াজুল ইসলাম রিজুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান চুন্নুর সঞ্চালনায় সভায় বিএনপি নেতা শওকত মাহমুদ, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, অধ্যক্ষ সেলিম ভুঁইয়া, সাংবাদিক নেতা এম আবদুল্লাহ, কাদের গনি চৌধুরী, সৈয়দ আবদাল আহমেদ, বুয়েট ছাত্রদলের আহ্বায়ক আসিফ হোসেন রচি প্রমুখ বক্তব্য দেন। মির্জা ফখরুল বলেন, ঐক্যবদ্ধ হয়েই দানবীয় সরকারকে সরিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

জনগণের পার্লামেন্ট তৈরি করতে হবে। এ সরকারকে অবশ্যই সরে যেতে হবে। তাদের জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

সর্বশেষ খবর