শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

গার্মেন্ট সেক্টর ন্যূনতম জীবনধারণের সুযোগ করে দিচ্ছে : এম এ মান্নান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গার্মেন্ট সেক্টরে যে বিশাল জনশক্তি কাজ করছে; এ বড় জনশক্তি এক সময় কর্মশক্তির বাইরে ছিল। এখনো আমরা খুব চমৎকার কাজের পরিবেশ নিশ্চিত করতে পারিনি। তবে আশার কথা হলো এ সেক্টর অবশ্যই মানুষের জন্য ন্যূনতম একটি জীবন ধারণের সুযোগ করে দিচ্ছে। গতকাল জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে কভিড-১৯ পরবর্তী জেন্ডার নীতি তৈরি’ শীর্ষক একটি গবেষণার ফলাফল তুলে ধরতে গিয়ে কিছু সুপারিশ করেছেন গবেষকরা। গবেষণা দলের পক্ষে গবেষণার ফলাফল ও সুপারিশ তুলে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা আক্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ ছাড়া বিশেষ অতিথি সাবেক অতিরিক্ত সচিব জালাল আহমেদসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষণা দলের সদস্যরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, বাংলাদেশে চাকরিতে নারীদের সমান অধিকার প্রচারের জন্য কোনো আইন নেই। তাই সরকারের উচিত তৈরি পোশাক কারখানায় লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়ন প্রচারের জন্য প্রয়োজনীয় আইন ও নীতির ভিত্তি তৈরি করা।

সর্বশেষ খবর