শুক্রবার, ৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

চাকরিপ্রার্থীদের ছাড় দিতে হবে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিন করোনাভাইরাসের কারণে সরকারি চাকরিতে নিয়োগ আটকে থাকায় সাপ্তাহিক বন্ধের দিনগুলোতে একাধিক নিয়োগ পরীক্ষা নিতে হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তিনি বলেন, ‘চাকরিপ্রার্থীদের আপাতত কিছুদিনের মধ্যে একটু ছাড় দিয়ে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।’ গতকাল নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কিছুদিন ধরে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে (শুক্র ও শনিবার) একই সঙ্গে সরকারি বিভিন্ন দফতরের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার একই দিনে মোট ১৪টি প্রতিষ্ঠান চাকরির পরীক্ষা নেওয়ার সূচি প্রকাশ করেছে। এর মধ্যে কয়েকটি পরীক্ষা পড়েছে একই সময়ে। এতে বিপাকে পড়ছেন চাকরিপ্রার্থীরা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে প্রতিমন্ত্রী বলেন, ‘পিএসসি বলছে তারা শুক্র ও শনিবার ছাড়া অন্যদিন পরীক্ষা নিতে পারবে। কিন্তু অন্য সংস্থাগুলো নিতে পারবে না। তারপরও আমরা তাদের অনুরোধ জানাব। প্রসঙ্গত, করোনার কারণে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ২১ মাসের ছাড় দিয়েছে সরকার। ১৯ আগস্টের জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২০ সালের ২৫ মার্চের পর থেকে যাদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩০ বছর পার হয়েছে বা হচ্ছে, তারা ৩১ ডিসেম্বর পর্যন্ত জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্য হবেন। পরে গত ২ সেপ্টেম্বর মন্ত্রণালয় ও বিভাগগুলোকে চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সে ছাড়ের ভিত্তিতে সরাসরি নিয়োগের শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সর্বশেষ খবর