সোমবার, ১১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মিউচুয়াল ফান্ডের দরে হঠাৎ উত্থান, বেড়েছে সূচক

নিজস্ব প্রতিবেদক

সপ্তাহের প্রথম দিনের লেনদেনে শেয়ারবাজারে তালিকাভুক্ত সবগুলো মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে। যার প্রভাবে গতকাল শেয়ারবাজারে সূচক বেড়েছে। তবে লেনদেনের পরিমাণ কমেছে। দিনের লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৭টি মিউচুয়াল ফান্ডের সবকটির দাম বড় অঙ্কে বেড়েছে। মিউচুয়াল ফান্ডগুলোর এমন দাপটের ফলে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৫ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩৬৭ পয়েন্টে উঠে এসেছে। দিনভর ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। দাম কমেছে ১২৪টির। আর ১২টির দাম অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১ হাজার ৯৬২ কোটি ৮৭ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ২ হাজার ৪৯৭ কোটি ২০ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৫২৪ কোটি ৩৩ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশের  শেয়ার। কোম্পানিটির ১২৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের ১০০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ৯৮ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে পাওয়ার গ্রিড। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৭৪ পয়েন্ট। বাজারটিতে  লেনদেন হয়েছে ৮১ কোটি ৮৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩১৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৮৯টির দাম বেড়েছে। দাম কমেছে ১০৬টির এবং ১৯টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর