মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ইসি গঠন করতে হবে : জমিয়ত

নিজস্ব প্রতিবেদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতারা বলেছেন, জনগণের আস্থা অর্জন করতে পারে এমন একটি নির্বাচন কমিশন (ইসি) গঠন করা জরুরি। কারণ প্রশ্নবিদ্ধ কমিশনের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ জনগণের নেই। সাংবিধানিক এ প্রতিষ্ঠানটিকে যে কোনো বিতর্কের ঊর্ধ্বে রাখা জনসাধারণের প্রাণের দাবি। তাই সরকারকে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি শক্তিশালী ইসি গঠন করতে হবে। গতকাল রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির অধিবেশনে নেতারা এসব কথা বলেন। সভায় ২৫ ডিসেম্বর দলের কাউন্সিল করার সিদ্ধান্ত গৃহীত হয়। এ লক্ষ্যে মাওলানা আবদুর রব ইউসুফীকে আহ্বায়ক ও মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে সদস্যসচিব করে ১১ সদস্যের কাউন্সিল বাস্তবায়ন কমিটিও গঠন করা হয়েছে। জমিয়তের সহসভাপতি মাওলানা জহিরুল হক ভুঁইয়ার সভাপতিত্বে বক্তব্য দেন সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আবদুল কুদ্দুস মীরপুর, মাওলানা আবদুল বাসীর, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী, ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী প্রমুখ।

সর্বশেষ খবর