বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বীমা ছাড়া সব খাতের শেয়ার দরে বড় পতন

নিজস্ব প্রতিবেদক

শেয়ারবাজারে লেনদেনে বীমা খাতের  কোম্পানিগুলোর শেয়ার দর কিছুটা বেড়েছে। বাকি খাতগুলোর মধ্যে প্রায় সব কোম্পানির দরপতন হয়েছে। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৩১ পয়েন্টের বেশি।

ডিএসইতে দিনের লেনদেন শেষে মাত্র ৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২৪৪টির। আর ৩৮টির দাম অপরিবর্তিত রয়েছে। সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন হলেও বীমা খাতের কোম্পানিগুলোর শেয়ার দর বেড়েছে বেশি। দিনের  লেনদেন শেষে ডিএসইতে বীমা খাতের ৩৪টি  কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৫টির। দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩১ পয়েন্ট কমে ৭ হাজার ৩১৩ পয়েন্টে নেমে গেছে। ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৮৪৮ কোটি ৫৭ লাখ টাকা। সে হিসাবে  লেনদেন বেড়েছে ১৫ কোটি ২৩ লাখ টাকা। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম বাংলাদেশের শেয়ার।  কোম্পানিটির ১৫০ কোটি ২৩ লাখ টাকার শেয়ার  লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ১৩০ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। ৮৭  কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক। অপর  শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ১২৮ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩০১টি প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২০৬টির এবং ২২টির দাম অপরিবর্তিত রয়েছে।

সর্বশেষ খবর