বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বাজারে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ

--- আতাউল্লাহ হাফেজ্জী

নিজস্ব প্রতিবেদক

খেলাফত আন্দোলন বাংলাদেশের প্রধান আমিরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, ভোজ্য তেল, পিঁয়াজ, চাল, ডাল, চিনি, আদা, ময়দা, ফলমূলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। এতে বাজারে যাওয়ার সাহস হারিয়ে ফেলেছে সাধারণ মানুষ। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, এমনিতেই করোনাভাইরাস মহামারীর কারণে মানুষের আয় কমে যাওয়া ও চাকরি হারিয়ে পরিবার নিয়ে অতিকষ্টে মানবেতর জীবনযাপন করছেন। এরই মধ্যে এলপিজি গ্যাসসহ  নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণে দেশের দরিদ্র ও মধ্যবিত্ত নাগরিক নতুন করে হতাশায় ভুগছে। সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার জন্য টিসিবির ট্রাকের সামনে ভোক্তাদের কাড়াকাড়ি দৃশ্য এর জ্বলন্ত উদাহরণ। তিনি বলেন, দেশের সব সেক্টর আজ দুর্নীতিবাজ ও অবৈধ সিন্ডিকেটের অভয়ারণ্যে পরিণত হয়েছে। বিদেশ থেকে পণ্য আমদানির নামে একচেটিয়া ব্যবসার মাধ্যমে জনগণের পকেট খালি করে লুটেরাদের পকেট ভারি করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর