বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল দাবি

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন হিউমান রাইটস অ্যান্ড পীস ফর বাংলাদেশ (এইচআরপিবি) সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরশেদ। ৭ অক্টোবর নিউইয়র্কে এক মতবিনিময় সভায় এই দাবি জানানো হয়। সভায় অন্যদের মধ্যে অংশ নেন অবসরপ্রাপ্ত জেলা জজ মুনির হোসাইন পাটোয়ারী ও জাহাঙ্গীর সরকার, অ্যাটর্নি খাইরোল বাশার, মুক্তিযোদ্ধা আলতাফ হোসাইন, রিনা আবেদীন, অ্যাডভোকেট নূর ফাতেমা, মোবারক হোসাইন, সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ, মাহবুবুর রহমান  চৌধুরী, অ্যাডভোকেট আবদুর রাশিদ, অ্যাডভোকেট সাঈদ মাঈনুদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, এডভোকেট ম. জাকির মিয়া এবং এম রহমান কিবরিয়া। পরে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের নিউইয়র্ক শাখার নতুন কমিটি  ঘোষণা করা হয়।

 এতে অ্যাডভোকেট ম. জাকির মিয়া সভাপতি ও এম রহমান কিবরিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর