বুধবার, ১৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

স্থানীয় সরকার আইনের পরিবর্তন জনপ্রতিনিধিদের মর্যাদা বাড়বে

----------- এলজিআরডি মন্ত্রী

পটুয়াখালী প্রতিনিধি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘স্থানীয় সরকার নির্বাচন ত্বরান্বিত করতে পৌরসভা নির্বাচন আইনে পরিবর্তন আনা হয়েছে। এর পরে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রেও একইভাবে আইন প্রবর্তন করা হবে। এতে জনপ্রতিনিধিদের মর্যাদা ক্ষুণ হবে না। তাদের মর্যাদা আরও বাড়ানোর জন্য এই পদ্ধতি করা হয়েছে। গতকাল দুপুরে পটুয়াখালী জেলা পরিষদের নবনির্মিত শেখ রাসেল শিশুপার্ক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের বাস্তবায়িত লোহালিয়া ব্রিজ পরিদর্শন ও সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। এলজিআরডি মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ এ  দেশের মানুষের আকাক্সক্ষা পূরণের জন্য অঙ্গীকারাবদ্ধ। নির্বাচন ব্যবস্থার সুষ্ঠু ধারা অব্যাহত রাখা এবং উত্তরোত্তর আরও সমৃদ্ধ করার জন্য আমাদের আরও ব্যবস্থাপনা আছে, সেটাও করা হবে’। এ সময় সাবেক ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, সাবেক চিফ হুইপ আসম ফিরোজ, সংরক্ষিত আসনের মহিলা এমপি কাজী কানিজ সুলতানা হেলেন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর